ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ কালোবাজারি আটক

টিকেটসহ আটক রুবেল। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের আটটি টিকেট ও টিকেট বিক্রির নগদ ১৭ হাজার ৬৭০ টাকাসহ মো. রুবেল নামের এক কালোবাজারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল জেলা শহরের উত্তর মোড়াইল এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আটক রুবেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।