সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন মির্জা ফখরুল

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে সস্ত্রীক সোমবার দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ইউএনবিকে এ তথ্য জানিয়েন তিনি।
মির্জা ফখরুল ইউএনবি বলেন, ‘ইনশা আল্লাহ আমরা ১৪ এপ্রিল সোমবার বিকেলে দেশে ফিরব। আমাদের দুজনেরই সব রিপোর্ট ভালো। আমার স্ত্রীর অবস্থাও ভালো। উনি সুস্থ ও ভালো আছেন।’
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৬ এপ্রিল সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার তার নামে একটি ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে স্ত্রীকে নিয়ে এক পোস্ট আলোচনার জন্ম দেয়।
২০২২ সালের কারাবন্দি থাকা অবস্থায় স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা ও অস্ত্রোপচার নিয়ে আবেগঘন ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ফেসবুক পোস্টটি সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দেইনি।’ তিনি উল্লেখ করেন যে, তিনি ব্যক্তিগতভাবে ওই অ্যাকাউন্টটি পরিচালনা করেন না।