পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিক চিকিৎসায় অবহেলায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৪ এপ্রিল) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন সহপাঠীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে দুমকি জনতা কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে যান হোসাইন মোহাম্মদ আশিক। পরে সহপাঠীরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শিক্ষার্থীদের অভিযোগ—পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও আইসিইউতে দীর্ঘ সময় কোনো চিকিৎসক ছিলেন না। আশিককে হাসপাতালে আনার প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর চিকিৎসা শুরু হয়। সন্ধ্যার আগে তাকে মৃত ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের বিক্ষোভে হাসপাতাল চত্বরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. হেমায়েত জাহান বলেন, মৃত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, চিকিৎসায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ইমার্জেন্সিতে আশিকের আগমনের পর থেকে বিভিন্ন পর্যায়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।