চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রামের গোয়ালপাড়ার সিআরবি মালিপাড়া বস্তিতে আজ মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ছবি : এনটিভি
চট্টগ্রামের গোয়ালপাড়ার সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ২০টি বসতঘর ভস্মীভূত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে মালিপাড়া বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সার্ভিসের পাঁচ ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের তীব্রতার কারণে তারা কোনো সম্পদ রক্ষা করতে পারেনি। পুড়ে গেছে টাকা, কাপড়, গহনাসহ সব মূল্যবান জিনিসপত্র। অধিকাংশ মানুষ ঘুম থেকে উঠে দৌড়ে প্রাণে বেঁচেছেন।
বয়োবৃদ্ধ নুর জাহান জানান, রোজার রাখার জন্য সাহরি শেষ করে ওজু করার সময় আগুন দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন তিনি। তার চোখের সামনে সব পুড়ে শেষ হয়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কাজ করেছে। বস্তি এলাকায় সরু পথ হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।