মেরিন ড্রাইভের পাশে পড়ে আছে ‘হ্যান্ড গ্রেনেড’

পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড। ছবি : এনটিভি
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের কোনার পাড়া এলাকায় একটি পরিত্যক্ত অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড পড়ে আছে। খবর পেয়ে আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সকালে কোনার পাড়ায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিমিটেডের পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন জায়গায় পরিত্যক্ত একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড পড়ে আছে। এমন খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছে। বিষয়টি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে।