জিগাতলায় চাঁদা নেওয়ার ঘটনায় সেই যুবক রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে জিগাতলা এলাকায় প্রাইভেটকার থেকে ‘চাঁদা’ নেওয়ার ঘটনায় ভাইরাল ভিডিওর সেই যুবক আশরাফুল আলমকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ওই যুবক আশরাফুল আলমকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে আশরাফুলকে (২৩) আটক করে পুলিশ। এরপর তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এজাহার থেকে জানা গেছে, গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে অজ্ঞাতনামা এক প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হলে জনমনে ব্যাপক প্রভাব পড়ে। গোপন সূত্রে জানা যায়, সে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছে। পরবর্তীতে সে ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার উপপরিদর্শক ইমরান হোসেন ৩৮৫ ও ৩৮৬ ধারায় তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন।