এনটিভি অনলাইন প্রতিনিধি সুলতানের বাবা আর নেই

এনটিভি অনলাইনের নওগাঁ জেলার মান্দা ও নিয়ামতপুরের প্রতিনিধি সুলতান আহমেদের বাবা মো. রইস উদ্দিন (৭৫) আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত রইস উদ্দীন উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, নিকটতম আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রইস উদ্দীনের মৃত্যুতে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এএসএম রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ সতীহাট বাজার বণিক সমিতি এবং বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।