রাষ্ট্র ও মন্ত্রণালয়ের দুর্নীতি দেশদ্রোহিতার শামিল : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, এত বছরে যেভাবে দুর্নীতিতে ভরে গেছিল, দেশটা মুখ থুবড়ে পড়েছিল।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের সমাজকল্যাণ অধিদপ্তরে দুই দিনব্যাপী ‘উপপরিচালক সম্মেলন ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীজনদের নিয়ে পথচলা’ স্লোগান নিয়ে এই সম্মেলন শুরু হয়েছে।
দুর্নীতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শারমিন এস মুরশিদ বলেন, সে জায়গাটিতে (দুর্নীতি) আপনারা আরও বেশি দায়িত্ববান হবেন, সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের সহকর্মীরা যারা আছেন তাদের অনুৎসাহিত করবেন।
কর্মকর্তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, এটা আপনাদের বুঝতে হবে। যেটাই দাবি আপনারা করেন না, সেটা বিবেক দিয়ে বিবেচনা করবেন। শুধু দাবি করতে পারেন বলেই দাবি করবেন না। কারণ যখন রাষ্ট্র বলে আমি আর পারছি না, সরকার বলে আমি আর পারছি না তখন আপনারা কষ্ট পান। তাই আমি বলবো, যেটাই আমি করি না কেন, সেটা যেন রাষ্ট্রের স্বার্থে হয়।
২৪ এর গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে শারমিন এস মুরশিদ বলেন, অভ্যুত্থানের পর অনেকের জীবনে আমূল পরিবর্তন ঘটে গেছে। এই দেশের জীবনে পরিবর্তন ঘটে গেছে। এই বাচ্চাদের জীবন দান করতে হয়েছে। কারণ আমার সমাজে অনেক অন্যায় ছিল। এই বাচ্চারা তাদের ভবিষ্যতটা দেখতে পায় না এই দেশে। এই দেশে এত অন্যায়ের পাহাড় তৈরি হল যে স্বয়ং উপরওয়ালার নির্দেশেই এটা ভেঙে গেছে।
সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন।
এছাড়াও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, বাংলাদেশ বিহ্যাবিলিটেশন কাউন্সিল এবং সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভাগীয় সমাজসেবা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিষ্ঠানসমূহ ও সদর কার্যালয়ের উপপরিচালক এবং তদূর্ধ্ব কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।