এশিয়াটিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ সিআইসির

দেশের প্রখ্যাত বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব জব্দ করতে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
সংশ্লিষ্ট খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এরইমধ্যে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সিআইসি।
সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব হিসাব অবিলম্বে জব্দ করার নির্দেশ দিয়েছি।’
সিআইসির এ জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কর ফাঁকি সংক্রান্ত সন্দেহের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চলছে। এ তদন্তে প্রতিষ্ঠানটির আয়কর নথিতে উল্লিখিত সম্পদের বাইরে কোনো গোপন আয় বা সম্পদ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।
এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের দেশের সবচেয়ে পুরোনো এবং বৃহৎ যোগাযোগ ও বিজ্ঞাপনি সংস্থা হিসেবে পরিচিত।