আড়াই মাস পর হারানো বিড়াল খুঁজে পেলেন নারী, তুলে দিলেন পুরস্কার
আড়াই মাস পর হারানো বিড়াল খুঁজে পেয়েছেন এক নারী। বিড়াল খুঁজে দেওয়া ব্যক্তিকে দুই হাজার টাকা পুরস্কার তুলে দিয়েছেন তিনি।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিড়ালটি বুঝে নেন মালিক তানিয়া আক্তার।
তানিয়া আক্তার বলেন, গত তিন মাস আগে তার শখের বিড়ালটি হারিয়ে যায়। এরপর থেকে প্রতিদিন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেছেন। তবে কোথাও খুঁজে পাননি। বুধবার সন্ধ্যার পর পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে বিড়ালটির সন্ধান পান।
পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাইম হাওলাদার বলেন, ‘বিড়ালটি হারিয়ে যাওয়ার পর নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের এখানেই এসেছিল। এরপর আর দেখা যায়নি। হঠাৎ করে আজকের সন্ধ্যায় আমাদের পরিচ্ছন্নকর্মী আয়শার পেছনে পেছনে ল্যাবের ভেতরে প্রবেশ করে। পরে তাৎক্ষণিক বিড়ালটির ছবি তুলে মালিককে পাঠালে তিনি পরিচয় নিশ্চিত করে নিয়ে যান। এসময় পরিচ্ছন্নকর্মীকে তিনি দুই হাজার টাকা পুরস্কার তুলে দেন।’
তানিয়া আক্তারের ভাবী লাবনী আক্তার বলেন, তানিয়া ছয় মাস ধরে বিড়ালটিকে যত্ন সহকারে রেখেছে। বিড়ালটি হারিয়ে যাওয়ায় কয়েকদিন খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল। গত তিন মাস ধরে বিড়ালটি ফিরে পাওয়ার অপেক্ষায় ছিল সে। আজ বাস্তবে ফিরে পেল।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিড়ালটিকে খুঁজে পেতে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিলেন বিড়ালের মালিক। দুই হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। পাথরঘাটা বাজার (আবু সাইদ চত্বর) থেকে বিড়ালটি হারিয়ে গিয়েছিল।