রাজশাহীতে পদ্মায় ভেসে এলো মৃত ডলফিন

রাজশাহীর পদ্মা নদীর তীরে একটি অপ্রাপ্তবয়স্ক মৃত ডলফিন ভেসে এসেছে। রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজশাহী নগরের তালাইমারি ফুলতলা ঘাটের পশ্চিম পাশে পদ্মা নদীর পাড়ে পানির কাছে ডলফিনটির মরদেহ খুঁজে পান।
সকালে রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন তার ফেসবুকে ডলফিনটির ছবি আপলোড করলে বিষয়টি বন বিভাগের নজরে আসে। এরপর বন বিভাগের কর্মকর্তারা বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় তিন ফুট লম্বা ডলফিনটির বয়স এক বছরের মধ্যে। কোনো নৌযানের প্রপেলারের আঘাতে অন্তত দুদিন আগে এটির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক ও প্রশিক্ষক বোরহান বিশ্বাস বলেন, একটি ডলফিন এক বছর পর্যন্ত তার মায়ের তত্ত্বাবধানে থাকে ও দুধ পান করে। ডলফিনের বাচ্চা জন্মের সময় সাধারণত ৭০ থেকে ৯০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এটি প্রায় ১০০ সেন্টিমিটার হওয়ায় এর বয়স এক বছরের মধ্যেই হবে।
বোরহান বিশ্বাস আরও বলেন, রাজশাহীতে এর আগে জালে আটকা পড়ে মারা যাওয়া ডলফিনের নজির থাকলেও এই প্রথম কোনো ডলফিনের প্রপেলারের আঘাতে মৃত্যুর ঘটনা সামনে এলো। হালদা নদীতে প্রপেলারের আঘাতে ইরাবতী ডলফিনের মৃত্যুর অনেক রেকর্ড থাকলেও পদ্মা নদীতে এমন ঘটনা নতুন।
বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ডলফিনটি অন্তত দুদিন আগে মারা গেছে। এটি গবেষণাগারে নেওয়ার উপযুক্ত অবস্থায় না থাকায় পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে এটিকে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।