পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কিসমত ভৈস্যা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জান্নাতুন ও তাজরিন
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় জান্নাতুন ও তাজরিনসহ কয়েকজন। এ সময় পানির গভীরে ওই দুই শিশু চলে গেলে আর খুঁজে পওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর শিশু দুটির মরদেহ ভেসে ওঠে।