বিজেপির সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বৈঠক বসেছেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা। ছবি : এনটিভি
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বৈঠক বসেছেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা। আজ রোববার (২৭ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টা ৩০ মিনিট লিয়াজোঁ কমিটি বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নেন—বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এর নেতৃত্বে ১০ সদস্য প্রতিনিধি দলে পার্টির মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান, সালাউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এবিএম আজিজুল হক, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, ভাইস চেয়ারপারসন আসাদুর রহমান, ফয়সাল তাহের।
বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।