নাসির-তামিমার মামলা শুনতে বিব্রত বিচারক, পাঠালেন অন্য আদালতে

ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর মামলা শুনতে বিব্রতবোধ করেছেন বিচারক। মামলাটি বদলির আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। এদিন মামলাটিতে নাসির ও তামিমার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। নাসির ও তামিমা আদালতে হাজির হন।
নাসির-তামিমার পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতে দুটি আবেদন করেন। এরমধ্যে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন। অপরদিকে আসামিদের আত্মপক্ষ শুনানিতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পুরো অভিযোগ না শুনিয়ে সারসংক্ষেপ পড়ে শোনানোর আবেদন করেন।
শুনানি শেষে বিচারক বলেন, ‘আদালতে উভয় পক্ষেরই আবেদন দেওয়ার অধিকার আছে। এটা একটা বিজি (ব্যস্ত) কোর্ট। একটা মামলার শুনানি করতে যে ধৈর্য দরকার, এতো সময় এই আদালতের নেই। এতে অন্য মামলায় ইফেক্ট পড়ে। আমি বিব্রতবোধ করে মামলাটা অন্য কোর্টে পাঠিয়ে দেই। এতে আপনারা কি নাখোশ হবেন? সে সময় আইনজীবীরা বলেন, এতে আপত্তি নেই।’
এরপরে বিচারক মামলাটি বদলীর জন্য সিএমএম আদালতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। পরে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনের বিরুদ্ধে সিএমএম আদালতে প্রতিবেদন দাখিল করেন।