নারায়ণগঞ্জে রাজউকের জোনাল অফিস উদ্বোধন

নারায়ণগঞ্জের খানপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নিজস্ব ভবনে নতুন জোনাল অফিসের উদ্বোধন করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। রাজউকের জোন ৮ এর আগের অফিসটি পরিচালিত হতো একটি অস্থায়ী ভবনে যা নতুন এই কার্যালয়ে প্রতিস্থাপিত হচ্ছে।
রাজউকের আওতাধীন এলাকাসমূহের মধ্যে নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ এলাকা। দাপ্তরিক কাজে সক্ষমতা বৃদ্ধির জন্য ও রাজউকের সেবাকে মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজউককে ৮টি জোনে বিভক্ত করা হয়; যার মধ্যে নারায়ণগঞ্জ ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত হয় জোন-৮।
এতদিন অস্থায়ী ভবনে অফিস পরিচালিত হওয়ায় বিভিন্ন দাপ্তরিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিল জোনাল অফিসটি। সকল প্রতিবন্ধকতা এড়িয়ে কাজে গতি আনার লক্ষ্যে নবনির্মিত নিজস্ব ভবনে স্থানান্তরিত হলো জোন-৮।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে রাজউকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।