ঝালকাঠিতে ইট ভাটাকে দুই লাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে ইট ভাটায় কাঠ পোড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত শুকতারা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করেছে। আজ সোমবার (২৮ এপ্রিল) নলছিটি উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, শুকতারা ব্রিকস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ইট ভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশ আইন লঙ্ঘনসহ স্থানীয় পরিবেশের ক্ষতি করছে। এমন খবরের ভিত্তিতে উপজেলার সুবিদপুর ইউনিয়নে অবস্থিত শুকতারা ব্রিকসের পরিচালক কবির হোসেন জোমাদ্দারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইটভাটার অনিয়ম রোধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।