রাঙামাটিতে ১১ ভারতীয় গরু উদ্ধার, আটক ২

রাঙামাটিতে অবৈধভাবে ভারত থেকে আনা ১১টি গরু কাউখালী হয়ে চট্টগ্রামে পাচারের সময় উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। আজ সোমবার (২৮ এপ্রিল) কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায় রোববার দিনগত রাত দেড়টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ঘাগড়া বটতলী এলাকা থেকে এসব গরু উদ্ধার করা হয়। এ সময় গরুর মালিক দাবি করা দুজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—রাঙ্গুনিয়া উপজেলার সাতঘড়িয়া পাড়ার মো. সাবিক ওরফে বাবু (২৪) এবং হালিমপুর গাজী বাড়ি এলাকার শামীম (২৮)।
পুলিশ জানায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ঘাগড়া হয়ে অবৈধভাবে আনা ভারতীয় গরু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে নিয়মিত টহল দল ও একটি বিশেষ দল ওই সড়কে অভিযান চালায়। রোববার রাত দেড়টায় ঘাগড়া এলাকার বটতলী থেকে ট্রাক বোঝাই ১১টি গরুসহ দুজনকে আটক করা হয়।
ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিরা জানিয়েছে উদ্ধার হওয়া গরুগুলো রাঙামাটির জুড়াছড়ি উপজেলা থেকে রাঙামাটি সদরে আসে। এরপর রাঙামাটি ট্রাক টার্মিনাল থেকে ট্রাকে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে নেওয়া হচ্ছিল।