কারখানার লিফট ছিঁড়ে ইলেকট্রিশিয়ান নিহত

সাভারের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে ইকবাল হোসেন (৪২) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিদ্যুৎ হোসেন (৩৮) নামের আরও এক শ্রমিক।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাতে ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত বানদো গ্রুপের ছেগি নামের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
নিহতের স্বজন ও বেপজা কর্তৃপক্ষ জানায়, কারখানা ছুটির পর ইকবাল ও বিদ্যুৎ নামের দুই ইলেকট্রিশিয়ান লিফট মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে লিফটের তার ছিঁড়ে দোতলা থেকে নিচতলায় পড়ে যায় লিফটটি। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত গাজীপুরের কেপিজে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইকবাল হোসেন মারা যান। আহত বিদ্যুৎ হোসেন বর্তমানে চিকিৎসাধীন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।