ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ধানের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মোহাম্মদ অনোহল (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী ইউনিয়নের কাটটেংগুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (রুবেল) বিষয়টি নিশ্চিত করে জানান, ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে কাটটেংগুর গ্রামের মৃত মফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ অনোহলের মৃত্যু হয়েছে। মোহাম্মদ অনোহলের স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, বজ্রাঘাতে একজন নিহত হয়েছে শুনেছি। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, বজ্রাঘাতে একজন নিহত হয়েছে শুনেছি। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, ‘এই বিষয়ে কোনো খবর পাইনি। খোঁজখবর নিয়ে দেখছি।’