ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

লাকসাম রেলওয়ে থানা। ফাইল ছবি
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে নাঙ্গলকোট স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় ছেলেটির মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা জানিয়েছে, সে ট্রেন থেকে পড়ে মারা গেছে। ছাদ নাকি বগির দরজার সামনে থেকে পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশনের আউটারে পৌঁছালে এক কিশোর ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স ১২ থেকে ১৪ হবে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই ছেলের পরিচয় এখনও পাওয়া যায়নি।