রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার (৫ মে) সকাল ৬টা ৫০ মিনিটে ট্রেনটি রাজশাহী প্লাটফর্মে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে প্রবেশ করার সময়ই একটা বগি লাইন থেকে পড়ে গেছে। পরে উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রুটের ট্রেন চলাচল বন্ধ আছে। চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরের দুটো লোকাল ট্রেন আটকে আছে। আর ঘণ্টা খানেকের মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে।