হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ মে) সকালে উপজেলার বল্লা ইউনিয়নের কোকরাইল গ্রামের রিপন মিয়ার পুকুর থেকে রায়হানের মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। নিহত রায়হান একই গ্রামের বাদল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একটা হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
নিহতের বাবা বাদল মিয়া জানান, ভোর ৪টার দিকে মুন্না নামের একজন এসে আমাকে বলে আপনার ছেলেকে মেরে ফেললো। আমি খবর শুনে ছুটে আসি এবং আশপাশে খোঁজাখুজি করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে ছেলের রক্তাক্ত অবস্থায় পুকুরে মরদেহ দেখতে পাই।
নিহত রায়হানের স্ত্রী শিল্পী জানান, আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে বলে মুড়ি মাখার জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখো। কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ ৫টি মামলা রয়েছে।