পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির পাঙাশ

মানিকগঞ্জে পদ্মা নদীতে জেলের জালে ১৫ কেজির একটি পাঙাশ ধরা পড়েছে। সোমবার (৫ মে) মধ্যরাতে জেলার শিবালয় উপজেলার পদ্মা নদীতে জামাল প্রামানিক ও রতন হালদারের বেড় জালে মাছটি ধরা পড়ে। মাছটি আজ মঙ্গলবার ভোরে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক আড়তে নিয়ে আসেন তারা।
মাছটি আড়তের ভরতের খোলায় হাকডাকে ১৫ হাজার টাকায় কিনে নেন আরেক আড়তদার সুমন রাজবংশী।
জামাল প্রামানিক এনটিভি অনলাইনকে বলেন, আমার নৌকায় শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার ৭ জন জেলে বেড় জাল নিয়ে সোমবার রাতে পদ্মায় মাছ ধরতে যায়। হরিরামপুরের শেষ ও শিবালয়ের শুরু এলাকায় পদ্মা নদীতে বেড় জাল ফেললে মধ্যরাতে বড় মাছ পড়তে টের পাই। পরে দেখি বড় পাঙাশ। আজ মঙ্গলবার সকালে মাছটি আন্ধারমানিক আড়তে নিয়ে আসি। মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করেছি।
আড়তদার সুমন রাজবংশী রাধু বলেন, মঙ্গলবার সকালে আমার পাশের ভরতের খোলায় পাঙাশ মাছটি উঠলে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি ঢাকার এক ক্রেতার জন্য পাশের খোলার আড়তদার কিনেছেন।