বরিশালে ড্রেন উদ্ধারে বিসিসির উচ্ছেদ অভিযান

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন উদ্ধারে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আজ মঙ্গলবার (৬ মে) সকাল থেকে ব্রাউন কম্পাউন্ড, ঈশ্বর বসু রোড ও বটতলাসহ কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সিটি করপোরেশনের ড্রেনের ওপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এসব স্থাপনার মধ্যে দোকানপাট, বসতবাড়ি, ভবন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
উচ্ছেদের শিকার দোকান ও ভবনের মালিকদের অভিযোগ, কোনো প্রকার নোটিশ না দিয়েই হঠাৎ ভাঙচুর শুরু করে বিসিসি। অনেকেই বলেন, ঘর কিংবা দোকানের ভেতরে থাকা মালামাল সরিয়ে নেওয়ার সময়ও দেওয়া হয়নি, যা তাদের মতে অন্যায়।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার বলেন, ‘৩ দিন আগে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। যারা সরিয়ে নিয়েছে, তারা নিরাপদ। কিন্তু যারা অবজ্ঞা করেছে, তাদের দখল করা স্থাপনাই আমরা উচ্ছেদ করেছি।’
রায়হান কাওসার আরও বলেন, ‘ড্রেন দখলের কারণেই বর্ষাকালে নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়। এমনকি ঠিকমতো ড্রেন পরিষ্কার করাও সম্ভব হয় না। তাই এই অভিযান চলমান থাকবে।’
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরের জলাবদ্ধতা নিরসনে ও নালা-নর্দমা সচল রাখতে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম পর্যায়ক্রমে পুরো শহরজুড়ে চালানো হবে।