আজ চট্টগ্রাম থেকে বিএনপির ৮ দিনের কর্মসূচি শুরু

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আট দিনের কর্মসূচির আজ শুক্রবার (৯ মে) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তারুণ্যের সেমিনারের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এতে তরুণদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করাসহ বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়া হবে। আগামীকাল শনিবার (১০ মে) চট্টগ্রামের পলো গ্রাউন্ডে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামী ১৬ মে খুলনায় সেমিনার ও ১৭ মে সমাবেশ, ২৩ মে বগুড়ায় সেমিনার ও ২৪ মে সমাবেশ এবং ২৭ মে ঢাকায় সেমিনার ও ২৮ মে সমাবেশ হবে। চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির তিন অঙ্গ সংগঠন চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের তারুণ্য সেমিনার ও সমাবেশ শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বেলা ৩টায় শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আগামীকাল শনিবার (১০ মে) চট্টগ্রাম পলো গ্রাউন্ড ময়দানে দুপুর ১২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।