সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন করেছে বিএসএফ
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদীপথ দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৬২ জনকে বাংলাদেশে পুশইনের খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকার নদী পথে দিয়ে তাদের বাংলাদেশে পুশইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বনবিভাগ। তবে তারা বাংলাদেশি না ভারতীয় তা ঠিকভাবে জানা যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম।
হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০ থেকে ৬২ জনকে আটক করে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। এছাড়া আরও কিছু সংখ্যক লোককে বিএসএফ বনের ভেতর রেখে গেছে।
এবিএম হাবিবুল ইসলাম আরও বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা নেবেন।
তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে কোস্টগার্ড কৈখালি স্টেশন সূত্রে জানা গেছে, সুন্দরবন থেকে ৬২ জনকে আটকের বিষয়টি তারা বন বিভাগের মাধ্যমে খবর পেয়েছেন।