যদি কর্মসূচি ঘোষণা না-ও দিতে পারি, রাজপথ ছাড়বেন না : হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে এক গণজমায়েতে বক্তব্য দেন। ছবি : এনটিভি
জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,
‘আমি যদি পরবর্তীতে কোনো ধরনের ঘোষণা না-ও দেই, আপনাদের লক্ষ্য হচ্ছে এই ধরনের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা রাজপথ ছাড়বেন না।’
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণজমায়েতে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২০১৩ সালে যে শাহবাগ হয়েছে, এই শাহবাগেই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে। আমরা এই শাহবাগ থেকে ফ্যাসিবাদের পতনধ্বনি, আমরা এই ফ্যসিবাদের কফিনে শেষ পেরেক মারব। মত-পথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সবাই এক।’