আন্তর্জাতিক অ্যাগ্রো অ্যান্ড ফুড এক্সপোতে অংশ নিল এক্সপোর্ট সেবা

বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বৃহত্তম প্রদর্শনী অ্যাগ্রো অ্যান্ড ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করেছে দেশের অন্যতম রপ্তানি সহায়তাকারী প্রতিষ্ঠান এক্সপোর্ট সেবা। ঢাকার আইসিসিবিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের মধ্যে অসংখ্য আগ্রহী উদ্যোক্তা ও ব্যবসায়ী তাদের পণ্য রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিনামূল্যে পরামর্শ গ্রহণ করেছেন।
গত ৮ মে শুরু হওয়া এই এক্সপোতে এক্সপোর্ট সেবার অভিজ্ঞ এক্সপার্টরা এগ্রো, ফুড, মৎস্য ও অন্যান্য বিভিন্ন খাতের উদ্যোক্তাদের রপ্তানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্যনীতি, ডকুমেন্টেশন, গুণমান নিয়ন্ত্রণ এবং বাজার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।
এক্সপোর্ট সেবার সহ-প্রতিষ্ঠাতা ডি এম মওদুদ আলম সিদ্দিক জানান, এই তিন দিনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। অসংখ্য নতুন এবং বিদ্যমান রপ্তানিকারক আমাদের বুথে এসে রপ্তানি ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে অনেক উদ্যোক্তা তাদের পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনা এবং প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছেন।
প্রতিষ্ঠানের অন্য সহ-প্রতিষ্ঠাতা শাহিদুজ্জামান শোভন বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই এক্সপো একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে আমরা উদ্যোক্তাদের পণ্য বিশ্ব বাজারে নিয়ে যেতে সাহায্য করতে পারি। আমাদের পরামর্শ প্রদানের মাধ্যমে আমরা একটি শক্তিশালী রপ্তানি ইকোসিস্টেম গড়ে তুলতে অবদান রাখতে চাই।
এক্সপোর্ট সেবার প্রতিষ্ঠাতা জাহিদ হোসাইন সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, যারা এই তিন দিনে আমাদের বুথে এসেছেন এবং আমাদের পরামর্শ গ্রহণ করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি, আমাদের সহযোগিতা তাদের আন্তর্জাতিক বাণিজ্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। নবীন উদ্যোক্তাদের ব্যাপক সাড়া দেখে আগামী ১৬ মে (শুক্রবার) রপ্তানি বিষয়ক সেমিনার আয়োজন করা হবে।
সেমস-গ্লোবাল ইউএসএ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে এক্সপোর্ট সেবার স্টল পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা জাবের, আজিম ও সাহাত প্রমুখ।