এবার রূপপুর প্রকল্পের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের অপসারণের দাবিতে আন্দোলন করতে গিয়ে দ্বিতীয় দফায় প্রকল্পে কর্মরত ৮ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে এসব কর্মকর্তা-কর্মচারীদের রূপপুর প্রকল্পে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
প্রকল্প পরিচালক ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে গতকাল এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার (১৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।
এর আগে, গত বৃহস্পতিবার রূপপুর প্রকল্প পরিচালক ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএলের) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে ১৮ জন কর্মকর্তা কর্মচারিকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়।
সাময়িক বরখাস্তকৃতদের অভিযোগ, প্রকল্প পরিচালক ও এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালকের অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগেও একই কারণ দেখিয়ে ১৮ জন কর্মকর্তা কর্মচারিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য, এসব কর্মকর্তা-কর্মচারীরা বেশ কিছুদিন যাবৎ প্রকল্প পরিচালক ও এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালকের অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানামুখি আন্দোলন করে আসছিল।