ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন শামিম হোসেন, নাজমুল ও জিলকদ।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর সাজ্জাদ হোসেন সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্রী ছিলেন। আসামি শামিম হোসেন ওই কলেজে ভর্তি হওয়ার পর থেকে ভুক্তভোগীকে নিয়মিত প্রেমের প্রস্তাব দিতেন এবং নানাভাবে উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ২০১৬ সালের ১৫ মার্চ সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন ভুক্তভোগী। আনুমানিক বেলা ১১টার দিকে কলেজের ফটকের সামনে পৌঁছালে আসামি শামিম ও তার দুই সহযোগী নাজমুল ও জিলকদ এবং আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর তারা পালাক্রমে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় একই বছরের ১৭ মার্চ ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ওই বছরের ২ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচারকাজ চলাকালে আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।