শিশু ধর্ষণ : যুবকের যাবজ্জীবন, জরিমানা আদায়ে সম্পত্তি বিক্রির নির্দেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৬ বছরের এক শিশু ধর্ষণ মামলায় সজীব ব্যাপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ রোববার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন। রায়ে বলা হয়, দণ্ড শেষে আসামিকে কারা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হবে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এরশাদ আলম (জর্জ) জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সজীব বেপারীকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ আদায় করে ভিকটিম ও তার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এ দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে।
মামলার নথি থেকে জানা যায়, দুই সন্তানসহ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন ভিকটিমের বাবা-মা। ২০২০ সালের ৫ মে সকালে বাবা রিকশা নিয়ে বের হয়ে যান এবং মা যান গৃহকর্মীর কাজে। দুপুর ১২টার দিকে প্রতিবেশী সজীব ভিকটিম ও তার দুই বছরের ছোট ভাইকে বাসার সামনে থেকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে সজীব শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি কান্নাকাটি করলে দুজনকেই বাসা থেকে বের করে দেন সজীব। পরে ভিকটিম ঘটনাটি মাকে জানায় এবং মা তা বাবাকে জানান। ঘটনার পর ১৩ মে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। একই দিন ভিকটিমের বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।