জীবননগরে ফেনসিডিল নিয়ে ইউপি সদস্যসহ আটক ২

আটক দুধ বারী ও শাহজাহান আলী খান।
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে ২৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ সোমবার (২৭ মে) ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মাঝপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন উপজেলার কালা মাঝের পাড়ার বাসিন্দা ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনিরুল ইসলাম ওরফে দুধ বারী (৪৫) এবং মাধবখালীর বাসিন্দা মো. শাহজাহান আলী খান (৪২)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, দুজনের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।