মিথ্যাকে সত্য বানিয়ে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে : শফিকুর রহমান

জোর করে মিথ্যাকে সত্য বানিয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফাঁসি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এটিএম আজহারের খালাসে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভয়ঙ্কর জুলুমের শিকার হয়েছে। হাসিনা জুলুম করে আমাদের ১১ জন শীর্ষ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করেছে।
শফিকুর রহমান বলেন, আমাদের নেতৃবৃন্দ এই দেশকে ভালোবেসে তারা দেশের মানুষের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করেছেন। জামায়াতের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। তাদের অধীনে থাকা মন্ত্রণালয় ইতিহাস সৃষ্টি করেছে। স্বচ্ছ সততা নিষ্ঠার সাথে তারা মন্ত্রণালয়গুলো পরিচালনা করেছেন; যা দেশের মানুষ সবই জানেন।
জামায়াত আমির বলেন, এই বিচার প্রক্রিয়া কেমন ছিল, যাদের পরিবারকে নিয়ে অভিযোগ ছিল তাদের সাক্ষ্য দিতে দেয়নি। বরং সাক্ষ্য দিয়েছে তাদের মনমতো সাক্ষীরা।
শফিকুর রহমান বলেন, জোর করে মিথ্যাকে সত্য বানিয়ে নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়েছে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চের কাঠে দাঁড়িয়েছে। তবুও অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাদের মৃত্যু ছিল বীরের মত। এই বিচার প্রক্রিয়া এমনই ছিল দেশের বা বিদেশের কোনো আইন মানেনি।