বিমান দুর্ঘটনায় নিহত ২০ জনের মরদেহ হস্তান্তর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান (এফটি-৭ বিজিআই) বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের সবার পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহত ২৭ জনের মধ্যে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডা. সায়েদুর রহমান।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ নয়জনের মরদেহ এখন সিএমএইচে আছে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর রাতে এক বিবৃতিতে ওই আটজনের পরিচয় প্রকাশ করেছে। এরা হলেন– ফাতেমা আক্তার (৯), সামিউল করিম (৯), মেহনাজ আফরিন হুরায়রা (৯), শারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯) সায়মা আক্তার (৯) ও রজনী ইসলাম (৩৭)।
গতকাল দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।
তুরাগ থানার পরিদর্শক নুরুজ্জামান বলেন, বিধ্বস্ত মিানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ নয়জনের মরদেহ এখন সিএমএইচে আছে। তিনি বলেন, পাইলট ছাড়া অন্যদের মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। এরা শিক্ষার্থী না অন্য কেউ ডিএনএন ছাড়া পরিচয় শনাক্ত করা কঠিন।
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।