যুদ্ধবিমান দুর্ঘটনায় পেশাজীবী পরিষদের শোক, সুষ্ঠু তদন্তের দাবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী।
মঙ্গলবার (২২ জুলাই) এক শোকবার্তায় বিএসপিপি নেতৃদ্বয় বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ও এই দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে কষ্ট না দেয়—এই প্রার্থনা করছি।
শোক বার্তায় নেতৃদ্বয় আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাওয়ার ও দর্শনার্থী-শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না জমানোর আহ্বান জানান।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে পেশাজীবীদের শীর্ষ এই দুই নেতা বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও এর প্রতিকারে উদ্যোগ নিতে হবে। গত তিন দশকে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি বড় দুর্ঘটনা ঘটেছে। বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে, যা পিটি-৬, ইয়াক-১৩০, এল-৩৯ বা এফ-৭ টাইপ বিমানের ক্ষেত্রে বেশি দেখা গেছে। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট ও স্কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটেছে। প্রাণহানি ঘটছে সাধারণ মানুষের। এবার পুড়ে অঙ্গার হলো অনেক শিশু।
আমরা এভাবে আর কোনো মৃত্যু দেখতে চাই না। এমন দুর্ঘটনা আমাদের সবার জন্য বেদনাদায়ক উল্লেখ করে বিএসপিপি নেতারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের দুর্ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।