ডাক্তার হওয়া হলো না বিমান দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহ ছামীমের (১৩) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাঝিকান্দি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
গতকাল সোমবার (২১ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছামীম। তার বাবা আবুল কালাম মাঝি সাত মাস আগে প্রবাসে মারা যান। আজ মঙ্গলবার (২২ জুলাই) ভোরে ছামীমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকাল ৯টায় জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
নিহতের মা জুলেখা বেগম বলেন, ছেলেটা পানি চাইছিল, বলছিল ওকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে। আমার ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন অপূর্ণ রইল। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
ছামীমের মামাতো ভাই আব্দুল্লাহ হুসাইন জানান, আমরা ছোটবেলা একসঙ্গে কাটিয়েছি। এখন শুধু স্মৃতি। মামা সাইফুল ইসলাম বলেন, পুরো পরিবার ভেঙে পড়েছে। এমন দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, আমরা তদন্ত ও বিচার চাই।