নিহতদের মধ্যে দুইজন শিক্ষক, ৬ জনের পরিচয় মেলেনি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান (এফটি-৭ বিজিআই) বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন। এছাড়াও ৬ জনের পরিচয় এখনও জানা যায়নি।
আজ মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানান।
সায়েদুর রহমান বলেন, নিহতদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন। এছাড়াও ৬ জনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের চিকিৎসায় আগামীকাল আসছে বিদেশি ডাক্তার। এছাড়া ওষুধ বা অন্য কিছুর ঘাটতি নেই, আগামী তিন দিনের মজুত রয়েছে।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্ধারের কাজ শুরু করেন।
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় আজ মঙ্গলবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।