কাস্টমস কর্মকর্তাদের সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে : এনবিআর চেয়ারম্যান

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ব্যবসায়ীদের সহজে আমদানি-রপ্তানির সুযোগ দিতে কাস্টমস কর্মকর্তাদের সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আবদুর রহমান খান এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, পণ্য দ্রুত খালাসে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কঠোর মনিটরিং চালানো হবে। অ্যাসাইকোডা সিস্টেম পরিবর্তন করে নতুন বিকল্প ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
আবদুর রহমান খান বলেন, কাস্টমস হাউজে সার্ভার সমস্যা জাতীয় পর্যায়ের একটি সমস্যা, সেটি দূর করে আমরা আধুনিক পদ্ধতির দিকে যাচ্ছি।
ব্যবসায়ীদের সুবিধা দিলে অভিযোগ কমে আসবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। স্থলপথে সুতা আমদানির বিষয়ে ব্যবসায়ীদের চাহিদা থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।
সফরকালে এনবিআর চেয়ারম্যান বেনাপোল কাস্টমস হাউজে পৌঁছালে কমিশনার কামরুজ্জামান ও নবনিযুক্ত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন তাকে স্বাগত জানান। এরপর তিনি কার্গো ভেহিকেল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন এবং আমদানি-রপ্তানিতে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মবিনুল কবির এবং সদস্য (অ্যাডমিন) মোয়াজ্জেম হোসেন। পরে তিনি বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।