চাঁদপুর থেকে আবারও শুরু এনসিপির পদযাত্রা

রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ বুধবার (২৩ জুলাই) চাঁদপুর থেকে পুনরায় ‘জুলাই পদযাত্রা’ শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সকাল ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে এই কর্মসূচির সূচনা হবে।
পদযাত্রাকে ঘিরে চাঁদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে র্যাব, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা। অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মঞ্চের চারপাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়ক মাহবুব আলম জানান, এই পদযাত্রা চাঁদপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি চাঁদপুরের উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৯টায় সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রা শুরু হবে। দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন এবং বেলা ২টায় শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষ হবে।
এই পদযাত্রায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুরো আয়োজনটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই।