বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাহিয়া রহমান নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে মৃতের মোট সংখ্যা দাঁড়াল ৩১ জনে। এরমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১৩ জন।
শিক্ষার্থী মাহিয়া রহমান আজ বৃহস্পতিবার (২৪) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান।
এ ছাড়া দগ্ধ ও আহত ৫৫ জন জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া নিহতদের মধ্যে ৫ জনের পোড়া মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। তারা হলেন—
১. ওকিয়া ফেরদৌস নিধি : একটি নমুনা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যাসন্তান ওকিয়া ফেরদৌস নিধি। (পিএম নাম্বার-৬২৫)
২. লামিয়া আক্তার সোনিয়া : ছয়টি নমুনা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি বাবুল ও মাজেদা দম্পতির কন্যাসন্তান লামিয়া আক্তার সোনিয়া। (পিএম নাম্বার-৬২৬, ৬৩১, ৬৩২, ৬৩৩ (৬৩৩-এম ৯, ৬৩৩-এম ১০, ৬৩৩-এম ১১))
৩. আফসানা আক্তার প্রিয়া : দুটি নমুনা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি আব্বাস উদ্দিন ও মিনু আক্তার দম্পতির কন্যাসন্তান আফসানা আক্তার প্রিয়া। (পিএম নাম্বার-৬২৭, ৬২৮)
৪. রাইসা মনি : একটি নমুনা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতির কন্যাসন্তান রাইসা মনি। (পিএম নাম্বার-৬২৯)
৫. মারিয়াম উম্মে আফিয়া : একটি নমুনা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির কন্যাসন্তান মারিয়াম উম্মে আফিয়া। (পিএম নাম্বার-৬৩০)
এদিকে আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ ও হতাহতের তালিকা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তালিকা অনুসারে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন ৫১ জন। আর নিখোঁজ রয়েছে ৫ জন। হতাহতের এই তালিকা স্কুলের তদন্ত কমিটি হালনাগাদ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে। এরপর সেদিন রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ কারণে গণমাধ্যমে নিহতের সংখ্যা ৩২ উল্লেখ করা হয়েছিল। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ বৃহস্পতিবার ১টা পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর আজ বিকেলে আরও দুজন মারা গেলে মোট মৃত্যুর সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে।
গত সোমবার (২১ জুলাই) বেলা সোয়া ১টার দিকে রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।