ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাকিবুল হাসান নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু আহত হলেও, তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজার সংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রাকিবুল হাসান সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার শফিকুল ইসলাম শফির ছেলে। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, রাকিবুল হাসান ও তার এক বন্ধু উল্লাপাড়ার উধুনিয়াতে ঘুরতে এসেছিলেন। ঘোরাঘুরি শেষে বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মোহনপুর বাজার সংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবুল হাসান নিহত হন এবং তার বন্ধু আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত রাকিবুলের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।