মোহনগঞ্জে বিএনপির সম্মেলনে উপজেলা ও পৌরসভার নতুন কমিটি

প্রায় ১৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) মোহনগঞ্জ মাল্টিপারপাস হল রুমে মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক পদে গোলাম এরশাদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি পদে ভিপি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী পুতুল নির্বাচিত হন।
এর আগে মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আ ক ম শফিকুল হক, টিপু সুলতান, গোলাম এরশাদুর রহমান, ফজলুল হক মাসুম, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী পুতুল, হাবিবুর রহমান দোহাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।