ভারি বৃষ্টি ও ভূমিধস নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

ফাইল ছবি
ভারি বৃষ্টি ও ভূমিধস নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (২৫ জুলাই) এ সংক্রান্ত সতর্কবার্তা দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে। এর প্রভাবে আজ সকাল ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।