সাভারে আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগনেতা হাজী মোতালেব বেপারীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
হাজী মোতালেব ব্যাপারী আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বাসিন্দা। আওয়ামী শাসনামলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখলের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট সাভারের ল্যাবজোন হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাফিজা নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হাজী মোতালেব ব্যাপারী দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-পুলিশের একটি যৌথ দল তাকে আশুলিয়ার পাথালিয়ার সিন্ধুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাকিম বিল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাফিসার পরিবার হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে।