সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারণা নির্বাচনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে : সিইসি
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা নির্বাচনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমি আমার জীবনের শেষ সময়ে সেরা নির্বাচন করতে চাই। সেই প্রস্তুতি আমাদের রয়েছে। তবে আশঙ্কা করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়েস নকল করে মিথ্যা প্রচারণা চালানো হতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, এ ব্যাপারে প্রযুক্তিবিদদের সঙ্গে আমাদের আলোচনা চলছে।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আমরা সেই প্রস্তুতি নিয়েই অগ্রসর হচ্ছি। অবাধ, সুষ্ঠু ভোট না হলে বহির্বিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ন হবে। তাই আমরা এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।
ভোটের দিন নেট বন্ধ থাকবে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে এ এম এম নাসির উদ্দিন বলেন, এখনও তেমন কোনো সিদ্ধান্ত হয়নি।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় খুলনা জেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।