ময়মনসিংহে জুলাই পদযাত্রা উপলক্ষে এনসিপির সংবাদ সম্মেলন

ময়মনসিংহে জুলাই পদযাত্রা উপলক্ষে এনসিপি সংবাদ সম্মেলন করেছে। আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রা উপলক্ষে আজ রোববার (২৭ জুলাই) বিকেলে এনসিপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন নেতারা।
সংবাদ সম্মেলন জানানো হয়, আগামীকাল বেলা সাড়ে ৩টায় জুলাই পদযাত্রা উপলক্ষে টাউনহল মাঠে বিশাল গণজমায়েত, শহীদের কবর জিয়ারত ও শহীদ সাগর চত্বরে শ্রদ্ধা নিবেদন করবেন এনসিপি নেতারা। গণজমায়েতে নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ডাঃ তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটোয়ারী, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ময়মনসিংহ জেলা এনসিপির প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান সাজু।
সংবাদ সম্মেলনে আরেও উপস্থিত ছিলেন এনসিপি জেলা সদস্য ফুয়াদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর আহ্বায়ক অলিউল্লাহ প্রমুখ।