বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

বগুড়া নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ রোববার (২৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়ার শফিকুল ইসলামের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আরাফাত হোসেন (২২) ও বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী যাত্রী হাওয়া বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী কাভার্ডভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হন। এ সময় আহতদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল চন্দ্র জানান, ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।