দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণে বিএনপির কমিটমেন্ট আছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে অনেক আগে থেকেই বেগম খালেদা জিয়ার কমিটমেন্ট আছে। প্রায় আট কোটি মানুষের জীবন-জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত। ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে শুধু ফরিদপুর বা রাজবাড়ির সমস্যা নয়, এটা এখন পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা।
রোববার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’র উদ্যোগে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবকিছুই মানুষের ওপর নির্ভর করে। বাঙালি জাতি ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, ১৯৫২ সালে ভাষা আন্দোলন করেছে, ’৬৯-এ গণঅভ্যুত্থান করেছে, সবশেষে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে বর্তমান অবস্থানে পৌঁছেছে। এই জুলাই-আগস্ট মাসে একটা ভয়াবহ দানবীয় সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি। সুতরাং আমরা পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমার বিশ্বাস আগামীতেও পারব।
মির্জা ফখরুল বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমি আমার দেশের মানুষের পালস বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা চায়। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানে পথ খুঁজে পাওয়া যাবে।
ফ্যাসিবাদী সরকার পতনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, সেগুলো নিয়ে যদি কাজ করি, আমাদের মধ্যে সেই ঐক্য যদি থাকে তাহলে নিঃসন্দেহে আমরা সফল হবো।
পদ্মা ব্যারেজ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রায় আট কোটি মানুষের জীবন-জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত। দীর্ঘ সাতবার সম্ভাব্যতা যাচাই হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি মনে করেন, ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে শুধু ফরিদপুর বা রাজবাড়ির সমস্যা নয়, এটা এখন পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা।
মির্জা ফখরুল দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার ও সর্বস্তরের মানুষকে তাদের দাবি নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সেটা যে সরকারই আসুক তাদেরকে বলতে হবে— এটা আমরা চাই।
বিএনপির মহাসচিব আরও বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক আগেই কমিটমেন্ট আছে। রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি— এই সমস্ত অঞ্চলগুলোকে যেখানে জীবন-জীবিকার প্রশ্ন জড়িত আছে, মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে… যে প্রশ্নটা কিছুক্ষণ আগে আইনুন নিশাত সাহেব তুলেছেন, দক্ষিণাঞ্চলের বহু অংশ চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, এসব এলাকায় মানুষের বসবাস উপযোগী থাকছে না। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু… এটা শুধু পরবর্তী সরকার নয়, জনগণকেও এ বিষয়ে সজাগ থাকা উচিত।