সবুজ হারাচ্ছে ঢাকা, যেসব এলাকা গাছশূন্য

দিনে দিনে সবুজ রূপ হারাচ্ছে রাজধানী ঢাকা। এক গবেষণায় উঠে এসেছে, গত ৪৪ বছরে এই শহরের অর্ধেক গাছ বিলুপ্ত হয়ে গেছে। ফলে ঢাকার অনেক এলাকা এখন প্রায় গাছশূন্য হয়ে পড়েছে।
রোববার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘চেঞ্জ ইনিশিয়েটিভ’।
প্রতিষ্ঠানটির গবেষণা প্রতিবেদন বলা হয়েছে, ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত ঢাকার সবুজ আচ্ছাদন ২১ দশমিক ৬ শতাংশ থেকে কমে মাত্র ১১ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ ১০ শতাংশ কমে গেছে।
এই গবেষণায় ঢাকার কিছু এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, যেখানে গাছের সংখ্যা প্রায় নেই বললেই চলে। এই 'ট্রি-ডেজার্ট' বা গাছশূন্য অঞ্চলগুলো হলো- আদাবর, রামপুরা, কাফরুল, বংশাল ও ওয়ারী। এসব এলাকায় সবুজের চিহ্ন খুঁজে পাওয়া কঠিন।
প্রতিষ্ঠানটি বলছে, ঢাকার বেশিরভাগ এলাকা মাথাপিছু ৯ বর্গমিটার সবুজ জায়গার আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ হয়েছে। গাছ কমার পাশাপাশি, শহরের প্রায় ৬০ শতাংশ জলাধারও বিলুপ্ত হয়েছে। এর ফলে ঢাকার তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।
চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান বলেন, ২০৩৫ সালের মধ্যে ঢাকায় প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করবে। কিন্তু বর্তমানে শহরের প্রকৃতি ধ্বংসের মুখে।
জাকির হোসেন উল্লেখ করেন, সিঙ্গাপুর ও সিউলের মতো আধুনিক নগরীগুলো তাদের শহরের ৩০ থেকে ৪৭ শতাংশ গাছপালা বজায় রাখে। এমনকি দিল্লি ও জাকার্তাও ঢাকার চেয়ে সবুজের দিক থেকে এগিয়ে। শুধু করাচি ঢাকার নিচে, আর আমরাও সেই পথেই এগোচ্ছি।
প্রতিষ্ঠানটি জোর দিয়ে বলছে, ঢাকাকে এই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে হলে এখনই প্রকৃতির অধিকারকে আইনগতভাবে স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে গাছ লাগানো ও জলাধার সংরক্ষণে জরুরি পদক্ষেপ নিতে হবে।