মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা, নিহত ১

ফেনীতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকার এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে লালপুল এলাকার রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে আট যাত্রী আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতরা হলেন— হাসান (২০), শাকিল (২৪), ইবরাহিম (২৫), মেহেদী হাসান (২০), রাকিব (২৫), আমজাদ হোসেন (৩৫) ও মাহফুজ (৩০)। তারা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।